HomeEntertainmentবুধবারই ফের চেনা ছন্দে টলিপাড়া, কোন সূত্রে রফা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

বুধবারই ফের চেনা ছন্দে টলিপাড়া, কোন সূত্রে রফা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

- Advertisement -

সন্ধ্যায় সমস্যার ইতি, মিলল সমাধানও। ফলে, দু’দিন কাটিয়ে বুধবারই ফের চেনা ছন্দে ফিরছে টলিপাড়া। শুরু হবে শুটিং। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা-সাংসদ দেব’রা। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই মূলত জট কাটল।

এ দিন শুরুতে পরিচালক এবং ফেডারেশন কর্তারা পৃথকভাবে বৈঠক সারেন। পরিচালকদের তরফে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য প্রমুখ। বৈঠক শুরু হয় রাত ৮টা নাগাদ। কিছু ক্ষণ পর সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। পরে সাংবাদিকদের গৌতম ঘোষ বলেন, ‘আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন। সমাধানের পথও বলে দিয়েছেন।’

   

বাড়ল শান্তিনিকেতন ঘোরার খরচ! কী এমন সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের?

ফেডারৈশনের তরফে স্বরূপ বিশ্বাস বলেন, ‘মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল। বুধবার থেকে কাজ শুরু হচ্ছে। কিছু বিষয় পর্যালোচনার জন্য কমিটি গড়তে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কাজ হবে।’

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী কী সিদ্ধান্ত?

– পরিচালকদের আগের দাবি মেনে শ্যুটিং পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে থাকবেন গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব।

– কমিটিতে ফেডারেশনের সমস্ত নিয়মনীতি নতুন করে পর্যালোচনা এবং সংস্কার করা হবে।

– চলতি বছর নভেম্বর মাসের মধ্যে ওই কমিটির কাছে পরিচালক-টেকনিশিয়ানরা তাঁদের মতামত জানাবেন। নভেম্বরের মধ্যে এ ব্যাপারে পর্যালোচনা কমিটি রিপোর্ট দেবে। তার ভিত্তিতে এই সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে।

শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?

– আগামী দিনে কোনও টেকনিশিয়ানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না ফেডারেশন। রাহুলকে পরিচালক হিসেবে মানতে আপত্তি ছিল ফেডারেশনের। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয়, রাহুলই ছবিটি পরিচালনা করবেন। ছবির শুটিং শুরু হবে সাত দিন পর।

– নতুন আইনে ছবির বাজেট, রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা হবে।

গত সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেছিলেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়। এই বৈঠকের পরে ফেডারেশনও একটি সাংবাদিক বৈঠক করে। তাতে টলিপাড়ার কাজ বন্ধের দায় পরিচালকদের উপরই চাপান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এতে পরিস্থিতি আরও জটিল হয় যায়। এরপর থেকেই কোনও ‘তৃতীয় পক্ষ’-র হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়েছিল। মঙ্গলবার প্রসেনজিতরা নবান্নে যান। সেই হস্তক্ষেপের কাজ করতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular