HomeWest BengalKolkata Cityফের যাত্রী ভোগান্তি, রবিবার থেকে হাওড়া শাখায় বন্ধ একাধিক লোকাল ট্রেন

ফের যাত্রী ভোগান্তি, রবিবার থেকে হাওড়া শাখায় বন্ধ একাধিক লোকাল ট্রেন

- Advertisement -

শীতের শুরুতেই ঘন কুয়াশার কারণে রেল পরিষেবায় (Train Cancelled) সমস্যার সৃষ্টি হয়েছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য রেল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রেন বাতিলের (Train Cancelled) সিদ্ধান্ত নিয়েছে। কুয়াশার প্রভাব এতটাই বেশি যে রেল চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, ফলে দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘন কুয়াশার পাশাপাশি রেললাইন (Train Cancelled) মেরামত ও সেতুর সংস্কারের কাজও চলছে। এর ফলে শনিবার থেকে হাওড়া শাখার (Train Cancelled) তিনটি রুটে বেশ কিছু লোকাল ট্রেন (Train Cancelled) বাতিল করা হয়েছে। এই রুটগুলি হলো:

   

কাটোয়া শাখা

তারকেশ্বর শাখা

কৃষ্ণনগর–লালগোলা শাখা

শনিবার থেকে সোমবার পর্যন্ত এই তিনটি রুটের একাধিক লোকাল ট্রেন (Train Cancelled)  পরিষেবা বন্ধ থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি ভালোভাবে দেখে নেওয়ার জন্য। বিশেষ করে যারা প্রতিদিনের যাতায়াতে এই রুটগুলিতে নির্ভর করেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।

শীতের শুরুতেই ঘন কুয়াশা রেল চলাচলের সময় দৃশ্যমানতা কমিয়ে দেয়, যা রেল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হলেও এর ফলে সাধারণ যাত্রীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

রবিবার যে সব ট্রেন বাতিল থাকছে-

আপ লাইনের ট্রেনগুলি হল-

37309, 37311, 37313, 37315, 37317- হাওড়া থেকে তারকেশ্বর

37411, 37415- শেওড়াফুলি থেকে তারকেশ্বর

37359- হাওড়া থেকে আরামবাগ

37371- হাওড়া থেকে গোঘাট

ডাউন লাইনের বাতিল ট্রেন

37312, 37314, 37316, 37318, 37320, 37322- তারকেশ্বর থেকে হাওড়া

37412, 37416- তারকেশ্বর থেকে শেওড়াফুলি

37360- আরামবাগ থেকে হাওড়া

37372- গোঘাট থেকে হাওড়া ঘন কুয়াশার জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে হাওড়া–দেরাদুন কুম্ভ এক্সপ্রেস (১২৩২৭ ), দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি–কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা–ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা–গয়া সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬২০), গয়া–কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন–নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা–হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল–মথুরা এক্সপ্রেস (১২১৭৭)।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular