Kolkata Fire: ভরসন্ধেয় শিয়ালদহে ভয়াবহ আগুন

১১ বছর আগেই স্মৃতি ফিরে এল শিয়ালদহে৷ ফের শহরে বিধ্বংসী আগুন। শিয়ালদহ স্টেশনের কাছে বহুতল বাজারে মঙ্গলবার রাতে আগুন লাগে। জানা যাচ্ছে, রাত ৮:৪৫ নাগাদ…

Kolkata24x7 | বাংলা সংবাদ | Latest Bengali News

১১ বছর আগেই স্মৃতি ফিরে এল শিয়ালদহে৷ ফের শহরে বিধ্বংসী আগুন। শিয়ালদহ স্টেশনের কাছে বহুতল বাজারে মঙ্গলবার রাতে আগুন লাগে। জানা যাচ্ছে, রাত ৮:৪৫ নাগাদ জগৎ সিনেমা থেকে কিছুটা দূরে ওই বহুতল বাজারে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।

Advertisements

জানা যাচ্ছে ছতলা বাড়ির পাঁচতলায় আগুন লাগে এবং ওই তলায় রয়েছে একটি গেস্ট হাউস। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয় বলে দমকল সূত্রের খবর। তবে স্থানীয়রা সিলিন্ডার থেকে বিস্ফোরণ থেকেই আগুন বলে মনে করছে। একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হয় বলে স্থানীয় সূত্রে খবর। 

Advertisements

আগুন নিয়ন্ত্রণে এখনও আসেনি। পকেট ফায়ার নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বোস ঘটনাস্থলে। তিনি সারেজমিনে ঘটনা নজরে রাখছেন। এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।

ঘিঞ্জি এলাকা হওয়াই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আতঙ্কিত মানুষজন ভয়তে রাস্তায় বেড়িয়ে আসেন।  বাজারে প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের দোকান রয়েছে তাই আতঙ্ক আরও ছড়িয়েছে।