Loksabah election 2024: ভোট প্রচারে গিয়ে এক ব্যক্তির প্রশ্নে তাঁকে ‘ইডিয়ট’ বলে কটাক্ষ শতাব্দীর

satabdi roy

ভোটপ্রচারে গিয়ে ফের মেজাজ হারালেন শতাব্দী রায়। এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করায় তিনি মেজাজ হারিয়ে বললেন, ” ইডিয়ট-ইডিয়ট” বলে চিৎকার শুরু করলেন। এই ঘটনায় বিস্মিত হয়ে ওই ব্যক্তি বলেন, ” আর কিছু বলার নেই।” কিন্তু ওই ব্যক্তি কী এমন প্রশ্ন করল যে শতাব্দী রায় এইরকম ফুঁসে উঠল ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি সাংসদকে জিজ্ঞাসা করেছিল, ” সাংসদ হিসাবে যদি কাজ করে থাকেন তবে, তাঁর দলকে কেন প্রচার করতে দেখা যায় না?” এই প্রশ্নের উত্তরেই ক্ষেপে লাল সাংসদ শতাব্দী রায়।

Advertisements

বুধবার দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে খগেশ্বরনাথ শিবমন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী। পুজো দেওয়ার পর মন্দির চত্বরে এলাকার এক ব্যক্তির প্রশ্নে মেজাজ হারান সাংসদ। ওই ব্যক্তিকে ইডিয়ট বলে কটাক্ষ করেন। যদিও ওই ব্যক্তি এই ঘটনায় বিস্মিত হয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ” আমি শুধু বলছিলাম, আপনি যে কাজগুলো করেছেন, তার কোনও প্রচার করেনি কেন তৃণমূল। কিন্তু উনি এটা শুনেই রেগে গেলেন। আসল কথাটা শুনলেনই না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম।”

   
Advertisements

প্রসঙ্গত এর আগেও তিনি প্রচারে বেরিয়ে বহুবার বিক্ষোভের মুখে পড়েছেন। কোনও সময় পানীয় জল আবার কোনও সময় সড়কের দুরাবস্থার জন্য তাঁকে ঘিরে ধরেছে গ্রামবাসী। তিনি সবসময়ই সেই বিষয় এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয়, যতবারই গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন ততবারই তারা হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ।