CPIM: বঙ্গজ বামেদের এমন কর্পোরেট লুক! পশ বালিগঞ্জে সায়রা হালিম

Saira Shah Halim, Ballygunge, CPIM

নাম প্রকাশ হতেই নেট দুনিয়ায় যেন আগুন লাগল। ইনি সিপিআইএম প্রার্থী (Saira Shah)! বিধানসভায় শূন্য হওয়া দলের প্রার্থী! এমনই প্রশ্ন উঠছে। যাঁকে ঘিরে কৌতুহল তুঙ্গে তিনি ইংরাজি বইয়ে কইয়ে। একেবারে কর্পোরেট লুক।

বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী সায়রা শাহ হালিমকে ঘিরে তোলপাড় চলছে। কারণ, এমন কর্পোরেট চেহারার বাম প্রার্থী আগে কেউ পশ্চিমবঙ্গে দেখেননি। তবে সায়রার সঙ্গে আলোচনায় আসছে সিপিআইএমের পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাতের নাম।

   

সায়রা শাহ হালিমের সম্পর্কে তাঁর ফেসবুক পেজে দেওয়া তথ্য বলছে তিনি কর্পোরেট সংস্থা উইপ্রোতে কাজ করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াধে ছিলেন। একজন সমাজসেবী। তিনি বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাইঝি।

নামের পদবীর সঙ্গে হালিম থাকায় অনেকেরই প্রশ্ন সায়রা শাহ হালিম কি প্রয়াত স্পিকার হাসিম আবদুল হালিমের কেউ? তাঁর পুত্রবধু হলেন সায়রা। স্বামী বাম নেতা ও নামকরা চিকিৎসক ডক্টর ফুয়াদ হালিম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন