ISL Semifinal: তিন বঙ্গ তনয়ের ওপর আস্থা রাখলেন বাগান কোচ

তিরি নেই। তাঁর চোট গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। সেমিফাইনালের (ISL Semifinal) দ্বিতীয় লেগে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ডিফেন্সের দায়িত্বে ভারতীয় ফুটবলাররা। যার…

তিরি নেই। তাঁর চোট গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। সেমিফাইনালের (ISL Semifinal) দ্বিতীয় লেগে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ডিফেন্সের দায়িত্বে ভারতীয় ফুটবলাররা। যার মধ্যে তিনজন বঙ্গ তনয়। 

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগের সেমিতে প্রথম একাদশে নেই তিরি। রিজার্ভ হিসেবেও নেই তাঁর নাম। বাগানের গোলরক্ষক হিসেবে রয়েছেন অমরিন্দর সিং। এছাড়া ডিফেন্স – প্রবীর দাস, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান এবং শুভাশীষ বসু। 

Isl Semifinal

<

p style=”text-align: justify;”>প্রথম লেগের সেমি ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গিয়েছিল বাগান। দ্বিতীয় লেগের এই ম্যাচ তাদের কাছে মরণ বাঁচন লড়াই। আক্রমণ ভাগেও বদল এনেছেন কোচ হুয়ান। উইলিয়ামস, মনভীরকে বাইরে রেখে প্রথম একাদশে রয়েছেন কিয়ান নাসিরি, হুগো বৌমুস। এছাড়া রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো রয়েছেন আক্রমণ গড়ার কাজে।