HomeWest BengalKolkata CitySahajahan case: ১৩৭ কোটি টাকা লেনদেন তথ্য হাতে আসতেই,শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ...

Sahajahan case: ১৩৭ কোটি টাকা লেনদেন তথ্য হাতে আসতেই,শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

- Advertisement -

 

সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। গত কয়েক বছরে প্রায় ১৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বলেই জানা যায় । আর সেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এর পাশাপাশি আরও কয়েকটি অ্যাকাউন্টের দিকে ইডির চোখ পড়েছে বলেই জানা যাচ্ছে ।

   

গত কয়েকদিন আগেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইডি। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান। একাধিক তথ্যকে সামনে রেখেই দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁকে। জানাযায় চিংড়ির ব্যবসার আড়ালে চালাত নানান কেলেঙ্কারি,এই দীপাঞ্চলের বাঘ। তবে দীর্ঘ তদন্তে পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গোয়েন্দা বিভাগের হাতে। এমনকি আন্তজাতিক ড্রাগ কেলেঙ্কারির তথ্যও সামনে আসছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি গ্রামের দরিদ্র মানুষের জমি কেড়ে নিয়ে সেই জমি বিক্রি করত ধৃত শাহজাহান। শুধু তাই নয়,সেই জমিতে ভেড়ি তৈরি করে চলত কালো টাকা সাদা করার ছকও। তদন্তে এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডি। ইতিমধ্যে সেই সংক্রান্ত তথ্য আদালতে জমাও দেন তাঁরা।ইতিমধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তবে শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন দেখে অবাক হয়েছেন তদন্তকারীরা। এর পরেই তাঁর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular