Attack On ED: অধরা ‘তৃণমূল বাঘ’ শাহজাহানকে ধরতে সিসিটিভি জাল

মঙ্গলবারই শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরায় বসানোর নির্দেশ দিয়েছিল আদালত। আর সেই নির্দেশের পরেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসাল বসিরহাট পুলিশ…

মঙ্গলবারই শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরায় বসানোর নির্দেশ দিয়েছিল আদালত। আর সেই নির্দেশের পরেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসাল বসিরহাট পুলিশ জেলার পুলিশ। গতকাল রাতের দিকেই বসান হয় ক্যামেরা। মোট ৩টি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল আদালত নির্দেশ দেয়, পুলিশকে এখনই কিছু ব্যবস্থা নিতে হবে। এখনই ওই বাড়ির (শেখ শাহজাহানের বাড়ি) সামনে সিসিটিভি বসাতে হবে। কে বা কারা যাচ্ছে – আসছে সব নজর রাখতে হবে পুলিশকে। সেই নির্দেশের পরেই তড়িঘড়ি ক্যামেরা লাগালো পুলিশ। এক্ষেত্রে একটি ক্যামেরা লাগানো হয়েছে সংশ্লিষ্ট কম্পাউন্ডে কারা কারা আসছেন বা যাচ্ছেন সেই দিকে নজর রাখার জন্য।

অনেকটা জায়াগজুড়ে নজরদারি চালাচ্ছে ওই সিসি ক্যামেরা। বাকি ২টি সিসি ক্যামেরা শাহজাহানের বাড়ি দেওয়ালে লাগানো হয়েছে। ওই ক্যামেরা ২টি বাড়ির গেটগুলির দিকে তাক করে বসানো হয়েছে।

   

এছাড়া শেখ শাহজাহানের বাড়ির পাশেই রয়েছে তাঁর ভাই শেখ আলমগিরের বাড়ি। সেই বাড়িতে শাহজাহানের ভাই নিজের খরচেই আরও একটি সিসি ক্যামেরা লাগিয়েছেন। নিজের বাড়িতে ক্যামেরা লাগানোর বিষয়ে শেখ আলমগির বলেন, ‘আমি নিজের কাজে অনেকটা সময় বাইরে থাকি। আমার বাড়িতে ২টো ছোট বাচ্চা আছে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওইটা লাগিয়েছি।’

প্রসঙ্গত, শেখ শাহজাহানের এই বাড়িতেই রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের। তাদের ওপর হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। গুরুতর আহত হন ৩ আধিকারিক। একজনের মাথাও ফেটে যায়। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য রাজনীতি। যাকে ঘিরে এক ঘটনা, সেই শেখ শাহজাহানের কিন্তু এখনও পর্যন্ত টিকি খুঁজে পায়নি পুলিশ।