TMC: দুর্নীতির তদন্তে রুজিরা নাকি নথি কার আগমন ইডি দফতরে?

রুজিরা নাকি নথি কার আগমন? ইডি দফতরে কানাঘুষো, মমতা পরিবারের পূত্রবধূ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জেরায় হাজিরা সম্ভাবনা খুবই কম। তিনি নিজে না এসে আইনজীবী মারফত বিস্তর নথি পাঠাতে পারেন। তবে জেরা করার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ইডি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা়য তলব করেছে ইডি। বুধবার সিজিও কমপ্লেক্সে তিনি আসবেন নাকি গরহাজির থাকবেন সেটাই বড় প্রশ্ন

   

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তিনি এর আগে জেরায় হাজিরা দেন। এবার তিনি গরহাজির হবেন বলেই মনে করা হচ্ছে। আইনজীবী মারফত হাজিরা এড়িয়ে নথি পাঠিয়েছেন অভিষেক। সেরকমই কিছু করতে পারেন রুজিরা। তদন্তের স্বার্থে রুজিরার কাছে নথি চেয়েছে ইডি। এই কারণে তিনি গরগাজির হবেন এমন সম্ভাবনা বেশি।

রুজিরার শ্বশুর ও শাশুড়ি তথা অভিষেকের মা বাবা কেউই হাজিরা দেননি। তারাও নথি পাঠিয়েছেন। গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। অভিষেক নিজেও ৯ সেপ্টেম্বর ইডি দফতরে যাননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন