Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের উপর ক্ষুব্ধ বিচারপতি

Calcutta High Court

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত সরকারী অফিসারদের গ্রেপ্তার করা হয় তাঁদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করা হয়। কিন্তু বুধবার শুনানির সময় পর্যন্ত কোনও রিপোর্ট পেশ করা হয়নি। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি।

Advertisements

Paschim Medinipur: সঠিক চিকিৎসার দাবিতে মন্ত্রী বীরবাহার পা ধরে রোগী পরিবারের কান্না

   

প্রসঙ্গত গত ২২ মার্চ মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস জারি করে কলকাতা হাইকোর্ট। ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আদালত রাজ্যের কাছে জানতে চায়, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য কেন্দ্রীয় তদন্তকারীর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল, সেই ব্যাপারে রাজ্য সরকার কতটা তৎপর হয়েছে সেটা জানতে চাই কলকাতা হাইকোর্ট।

Advertisements

Lok Sabha Elections: লোকসভা ভোটে তৃণমূল বিপর্যয়ের আশঙ্কা কুণালের

এইদিন বিচারপতি বলেন, ” আদালতের নির্দেশের পরেও যদি মুখ্যসচিব কোনও পদক্ষেপ না করেন, তাহলে আমরা কেন তাঁকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেব না ?” এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় বারবার রাজ্যের কাছে জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্যের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। এর আগে অবশ্য শুনানিতে রাজ্যের তরফ থেকে আইনজীবী দাবি করেছেন, মুখ্যসচিব ভোট প্রস্তুতির কাজে ব্যস্ত, তাই আরও খানিকটা সময় চাওয়া হয়েছিল।