Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityRecruitment corruption: চাকরি পেতে শান্তিপ্রসাদের কাছে দলিল বন্ধক রেখেছিল চাকরি প্রার্থীরা

Recruitment corruption: চাকরি পেতে শান্তিপ্রসাদের কাছে দলিল বন্ধক রেখেছিল চাকরি প্রার্থীরা

চাকরি পাওয়ার পর নির্দিষ্ট টাকার বিনিময়ে ধীরে ধীরে টাকা মিটিয়ে জমি দলিল পাওয়ার কথা ছিল তাঁদের। কেউ ব্যবহার করেছেন পৈতৃক বাড়ির দলিল। আবার কারোর জমা পড়েছে শ্বশুর বাড়ির দলিল৷ তদন্তকারীদের দাবি, দুর্নীতিতে যুক্ত ব্যক্তিরা ওই সব গয়নাই আবার বাজারে বন্ধ রেখে সেখান থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন।

- Advertisement -

নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha) সন্তোষপুরের ফ্ল্যাটে ৫০ লক্ষ টাকা ও দেড় কেজি সোনার হদিশ মিলেছে। পাওয়া গেছে দেড় হাজার চাকরি প্রার্থীদের নাম। এছাড়াও একাধিক জমির দলিল সহ একাধিক তথ্য মিলেছে৷ ইতিমধ্যেই একাধিক কর্ম প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেছে৷

আরও পড়ুন: Recruitment Corruption: নিয়োগ দুর্নীতির অন্যতম মাথার নাম প্রকাশ্যে আনতে চায় গোপাল

   

ইডি সূত্রে খবর, তাঁদেরকে জিজ্ঞেস করে জানতে পারা গেছে, চাকরি পেতে জমির দলিল বন্ধক রেখেছিলেন তাঁরা৷ জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে কখনও ৮ লক্ষ টাকা, আবার কখনও ১২ লক্ষ টাকা করে দাবি করেছিলেন শান্তিপ্রসাদরা৷ কিন্তু অনেকের আর্থিক অবস্থা ভালো নয়৷ তাই চাকরির প্রত্যাশায় নিজেদের জমি ভিটে মাটি বন্ধক রেখেছিলেন তাঁরা। আবার অনেকে রেখেছিলেন সোনার গয়নাও৷

আরও পড়ুন: Recruitment corruption: চাকরি প্রার্থীর মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতি যোগে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

চাকরি পাওয়ার পর নির্দিষ্ট টাকার বিনিময়ে ধীরে ধীরে টাকা মিটিয়ে জমি দলিল পাওয়ার কথা ছিল তাঁদের। কেউ ব্যবহার করেছেন পৈতৃক বাড়ির দলিল। আবার কারোর জমা পড়েছে শ্বশুর বাড়ির দলিল৷ তদন্তকারীদের দাবি, দুর্নীতিতে যুক্ত ব্যক্তিরা ওই সব গয়নাই আবার বাজারে বন্ধ রেখে সেখান থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের নেতা কে? মদন উবাচে চরম অস্বস্তিতে তৃণমূল

শান্তিপ্রসাদ সিনহার নতুন ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হতেই গোটা তদন্তের মোড় ঘুরতে শুরু করেছে। যা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতদিন ধরে কেন এই তথ্য গোপন করেছেন শান্তিপ্রসাদ? সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular