Rainfall: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

হঠাৎ করে বাংলার আবহাওয়ার (Weather) বড় পরিবর্তন ঘটে গেল। নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হল। যে কারণে ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি (Rainfall)। এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল আলিপুর আবহাওয়া অফিস।

Advertisements

সকাল থেকেই মেঘে ছেয়ে গেল বাংলার সমগ্র আকাশ। ইতিমধ্যে ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে বাংলার তাপমাত্রা। যদিও আগামী কয়েক দিনে বাংলার পারদ আরও বেশ খানিকটা নামবে। আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।

   

আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে।

Advertisements

এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর। আজ কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে রাতের তাপমাত্রাটা আগের তুলনায় বেশ অনেকটাই বেড়েছে।