Mohun Bagan : কেরালা বধ করার পর কী বলছেন হাবাস ? জানুন

বুধবার আইএসএলের (ISL) অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan)। পরাজিত করেছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স দলকে।‌ ম্যাচের…

mohun bagan antonio lopez habas

বুধবার আইএসএলের (ISL) অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan)। পরাজিত করেছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স দলকে।‌ ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বাগান ফুটবলার আর্মান্দো সাদিকু। তারপর কিছুটা চাপে পড়ে গিয়েছিল প্রীতমরা। তবে প্রতি আক্রমণে উঠে আসতে ছাড়েনি দক্ষিণের এই ফুটবল ক্লাব।

কিন্তু কোনভাবেই ম্যাচে ফেলা সম্ভব হচ্ছিল না কেরালার। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে নিয়ে এগিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনেন মহানন। কিন্তু কিছুক্ষণ পরেই ফের গোল করে দলকে এগিয়ে দেন বাগানের দাপুটে ফুটবলার সাদিকু।

এভাবেই আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসতে থাকে দুই দল। বলা যায়, এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকে সমর্থকরা। তারপর দুই দলের তরফ থেকেই বারংবার গোলের সুযোগ তৈরি করা হলেও শক্তিশালী রক্ষণভাগে আটকে যেতে হচ্ছিল প্রত্যেককে। এককথায় বলতে গেলে, কেউ যে কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় তা বোঝা যাচ্ছিল পরিষ্কারভাবে।

তবুও প্রতিপক্ষ দলের ভুল ভ্রান্তির সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান মোহনবাগানের অজি বিশ্বকাপার জেসান কামিন্স। শেষ মুহূর্তে ডায়মান্টাকোসের গোলে কেরালার তরফ থেকে ব্যবধান কমানো সম্ভব হলেও তা ম্যাচে ফিরে আসার জন্য যথেষ্ট ছিল না। তাই অনায়াসেই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।

এই জয়ের পর বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস‌ বলেন, আমাদের আরো অনেকগুলি গোল করা উচিত ছিল। বিশেষ করে লিস্টন কোলাসো এবং জেসান কামিন্স যথেষ্ট ভালো সুযোগ পেয়েছিল। ‌ তবে আমরা যখন ঘন ঘন আক্রমণে উঠছিলাম তখন যথেষ্ট ফাঁক তৈরি হচ্ছিল। যেকোনো সময় তা প্রতিপক্ষ দল কাজে লাগাতে পারতো। দলের ছেলেদের বলবো ভবিষ্যতে যাতে এই সমস্ত খামতি গুলি কমিয়ে আনা যায় সেদিকে নজর দিতে। ‌ আজকের এই ম্যাচটা আরো বড় ব্যবধানে আমরা জিততে চেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত পুরো পয়েন্ট আশায় আমি খুশি। এটাই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।