Weather: আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা।

weather: স্বস্তির খবর! ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। হাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে যে বাংলায় আসছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে জেলায় জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। নদীয়া, পুর্ব বর্ধমান, মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।

   

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

১১ জুন থেকে রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৩ দিন দাবদাহ চলতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন