স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের

সরকারি ও বেসরকারি স্কুলের পোশাক বিতর্কের মাঝে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। স্কুলের নিজস্ব ব্যাচ বা লোগোর বদলে কেন বিশ্ব বাংলা লোগো? এ প্রশ্ন তুলে মামলা করা হয়।

এ বিষয়ে মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় জানান, নীল-সাদা পোশাক নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। বিশ্ববাংলা লোগো নিয়ে আপত্তি রয়েছে। এই লোগো রাজ্যের হস্তশিল্প, টেক্টটাইল ক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক হিসেবে ব্যবহার করা হয়। স্কুলের জামায় লোগো কেন? চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

   

শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। সেই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। পকেটের উপর থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। আর এই নিয়ে সরব হয়েছে বঙ্গ বিজেপি।

সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে বলেন, ‘কেন্দ্রের টাকায় প্রকল্প চালানো হচ্ছে আর পার্টির প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্প যারা পেয়েছেন সেই পরিবারকেও প্রচারের জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন। তো এটা সরকারি পয়সা পার্টির প্রচারের একটা উদাহরণ তৃণমূল করে দেখাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন