China: ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, বহু প্রাণহানির আশঙ্কা

১৩৩ জন যাত্রী নিয়ে চিনে (China) ভেঙে পড়ল বিমান। সূত্র মারফত খবর, চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৩ জন যাত্রী নিয়ে চিন ইস্টার্নের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে।…

china 1 China: ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, বহু প্রাণহানির আশঙ্কা

১৩৩ জন যাত্রী নিয়ে চিনে (China) ভেঙে পড়ল বিমান। সূত্র মারফত খবর, চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৩ জন যাত্রী নিয়ে চিন ইস্টার্নের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। যদিও এখনো অবধি কোনো হতাহতের খবর মেলেনি।

বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংসি অঞ্চলের উঝু শহরের কাছে গ্রামাঞ্চলে ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

   

এক রিপোর্ট অনুযায়ী, কুনমিং থেকে গুয়াংজুগামী চিনের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকিং স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিটে ৩২২৫ ফুট উচ্চতায় ৩৭৬ নট গতিতে শেষ হয়।

সূত্র মারফত খবর, দুর্ঘটনাগ্রস্থ এই বিমানটি আনুমানিক ছয় বছরের পুরনো। ২০১৫ সালে এয়ারলাইন্সের তরফে কেনা হয় বিমানটি। বিমানটিতে মোট ১৬২ আসন ছিল।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, এর আগে চিনে সর্বশেষ মারাত্মক বিমান দুর্ঘটনাটি ছিল ২০১০ সালে। সেইসময়ে হেনান এয়ারলাইন্সের একটি এমব্রায়ার ই-১৯০ আঞ্চলিক জেট ইচুন বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ভেঙে পড়ে। সেইসময়ে ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জন নিহত হন।