HomeWest BengalKolkata Cityজেল থেকে সরানো হবে পার্থকে!

জেল থেকে সরানো হবে পার্থকে!

- Advertisement -

প্রেসিডেন্সি জেল থেকে সরানো হবে নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। চিকিৎসকদের মেডিকেল টিম পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে উপস্থিত হয়। তাঁদের বক্তব্য, জেলে রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত চিকিৎসা জেলে সম্ভব নয়।

ইডি হেফাজতে থাকাকালীন ৪৮ ঘন্টা অন্তর শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু জেলবন্দি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হয়। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে যান সাত জনের চিকিৎসকদের একটি টিম। সেখানেই পার্থ সম্পর্কে জেল সুপারকে রিপোর্ট দেন মেডিকেল টিমের প্রধান। জেলে কীভাবে পার্থকে রাখতে হবে, কী কী বিষয়ে পর্যবেক্ষণে রাখতে হবে, তার গাইডলাইন দেবেন চিকিৎসকরা।

   

আদালতের নির্দেশে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। স্থুলকায় চেহারা হওয়ার কারণে প্রথম কয়েক দিন পা ও কোমরে ব্যাথা অনুভব করছিলেন তিনি। অর্থোপেডিক চিকিৎসকরা এসে দেখে যান এমনটাই চাইছেন জেল কর্তৃপক্ষ। পরে একাধিক সমস্যা বাড়লেও এখন ঠিক রয়েছেন। চিকিৎসকদের কথায়, সমস্ত চিকিৎসা জেল থেকে সম্ভব নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular