SSC Scam: আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়েছিল, বিস্ফোরক অর্পিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি কালো টাকা, বিপুল সোনা। সেই টাকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করল অর্পিতা। মঙ্গলবার ইএসআই হাসপাতালে এসে অর্পিতা জানান, “টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে”।

Advertisements

এর আগে ইডির জেরার মুখে অর্পিতা মুখ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতা জানিয়েছেন, এই টাকার বিষয়ে তিনি কিছু জানেন না। সেই টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটে রেখে যেতেন পার্থরই লোকজন। কোথা থেকে টাকা এসেছে তা তিনি জানতেন না।

   

গত রবিবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, আমার কোনো টাকা নেই। তিনি আরও বলেন, সময় এলেই বুঝতে পারবেন। কিন্তু সবটা নিয়ে এখনই মুখ খুললেন না।

গত কয়েকদিনে ৫০ কোটির বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘড়িয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements