Loksabha election 2024: ‘রবিতে’ মজে পার্থ-অর্জুন! পার্থ গাইলেন গান, অর্জুন দিলেন মালা

parth arjun

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আপাতত শান্ত। কোনও বোমাবাজির ঘটনা নেই, নেই কোনও রাজনৈতিক ঝামেলা। দিব্যি প্রচার সারছেন সবাই। তবে এই কেন্দ্রের দুই আলোচিত নাম একদা বন্ধু তথা আজকের একে অন্যের দাঁড়ানো দুই বাহুবলী প্রার্থী পার্থ এবং অর্জুন রবিকিরণে বেশ তরতাজা। কেউ প্রচারের একচুল জায়গা ছাড়তে রাজি নয়। তাই পঁচিশে বৈশাখে দিব্যি দুজনে দুপ্রান্তে সারছেন প্রচার। তবে এইদিন সকালে সাদা পাঞ্জাবি পায়জামা পরে গান গাইলেন পার্থ অন্যদিকে মজদুর ভবনে রবীন্দ্রনাথের গলার মালা দিয়ে পঁচিশে বৈশাখ পালন করলেন অর্জুন সিং।

এক তৃণমূলের আইটি সেলের কর্মীর গোপন বক্তব্য অনুসারে এই মুহূর্তে পার্থ ভৌমিক নাকি প্রায় ৪০ হাজার ভোটে লিড দিচ্ছেন। আবার অন্যদিকে মজদুর ভবনে সাজো সাজো রব। দাদা আবার দিল্লি যাচ্ছে। কার কথা বিশ্বাস যোগ্য ? প্রশ্ন উঠেছে। এইদিন সকালে বেশ সাজুগুজু করে নাটকের ছেলে পার্থ প্রচার সারলেন। গান গাইলেন। সাদা পাঞ্জাবি-পায়জামা পরে একদম গুড বয় লুকে এলাকা দাপালেন। যদিও তাঁর গলায় আগেও গান শুনেছেন অনেকে, অভিনয়েরও প্রশংসা করেছেন গুণীজনেরা। অন্যদিকে সাদামাটা অর্জুন বাবু রবির গলার মালা দিয়েই দায় সারলেন।

   

অর্জুন বাবু একদম স্ট্রেটকাট লোক। কোনওদিনই তাঁকে ওইসব নাটক-গান- আবৃত্তিতে খুব একটা দেখা যায়নি। তবে কি এই ভোটে একটা বাঙালি – অবাঙালি ফ্যাক্টর হতে চলেছে ? অনেকে তাই মনে করছেন। আগামী ২০ শে মে ব্যারাকপুর কেন্দ্রে ভোট, হাতে আর মাত্র কয়েকটা দিন। শেষ হাসি হাসবে কে? জানা যাবে ৪ জুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন