Durand Cup: ২৬ জুলাই থেকে ডুরান্ড কাপ, শহর চূড়ান্ত

আগামী ২৬ জুলাই শুরু হবে ১৩৩ তম ডুরান্ড কাপ (Durand Cup)।  ৩১ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। আসন্ন ডুরান্ড কাপের আয়োজনের দায়িত্ব রয়েছে জামশেদপুর। এই প্রথমবার…

Durand Cup

আগামী ২৬ জুলাই শুরু হবে ১৩৩ তম ডুরান্ড কাপ (Durand Cup)।  ৩১ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। আসন্ন ডুরান্ড কাপের আয়োজনের দায়িত্ব রয়েছে জামশেদপুর।

এই প্রথমবার জামশেদপুর এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের আয়োজনের দায়িত্বে থাকতে চলেছে। ইন্ডিয়ান সুপার লিগে খেলা স্থানীয় দল জামশেদপুর এফসি হতে পারে ট্রফি জেতার ব্যাপারে অন্যতম বড় দাবিদার।

   

ডুরান্ড কাপের আগের সংস্কর ২০২৩ সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। মরসুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে পরাজিত করে জিতেছিল খেতাব।  ১৭তম শিরোপা জয় করেছিলেন মোহনবাগান। অন্য দিকে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জিতেছে ১৬ বার।

জানা গিয়েছে, এবারের ডুরান্ড কাপে মোট ২৪টি দল অংশ নিতে চলেছে। গত আসরে ডুরান্ড কাপের আয়োজক কমিটি ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো নেপাল, বাংলাদেশ ও ভুটান থেকে দলকে আমন্ত্রণ জানিয়েছিল। আসন্ন সংস্করণে পড়শি দেশগুলির কোনো ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।