Panchayat Election: পঞ্চায়েত মামলায়‌ সিবিআই তদন্তে স্থগিতাদেশ

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের নথি বিকৃতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপরে সোমবার (২৬ জুন) স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। দুই সিপিএম প্রার্থীর তোলা অভিযোগের ভিত্তিতে দিয়েছিলেন এই নির্দেশ।

এর আগে ২৩ জুন, সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য অনুযায়ী, মামলার রায়দানের আগে পর্যন্ত এই মামলায় কোনও পদক্ষেপ নিতে পারবে না সিবিআই৷

   

উল্লেখ্য ,পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বিকৃতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।

শুক্রবার এই মামলার প্রেক্ষিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। সোমবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল ছিল।

প্রসঙ্গত, উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের দুই বাম প্রার্থী কাশ্মীরা বিবি এবং অনুজা বিবি দাবি করেছিলেন, তাঁদের মনোময়নপত্র বিকৃত করা হয়েছে। তারা OBC, কিন্তু তারপরেও তা চেকলিস্টে উল্লেখিত হয়নি। ফলে স্ক্রটিনিতে তাদের নাম বাদ চলে গেছে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট নিয়ে CBI তদন্তের নির্দেশে কার্যত অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন