সূর্য কুমার যাদবকে নিয়ে টেস্টে কি ভাবছে বিসিসিআই, জানতে চাইলেন আকাশ চোপড়া

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে কিছু তরুণ…

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে কিছু তরুণ সুযোগ না পাওয়া পর্যন্ত, বিসিসিআইয়ের প্রতিটি বড় সিদ্ধান্তই প্রশ্নের মুখে পড়েছে। সর্বোপরি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও বিসিসিআই নির্বাচকদের কটাক্ষ করেছেন। চোপড়া সূর্যকুমার যাদবকে একমাত্র টেস্ট ম্যাচ দেওয়া এবং তারপর খেলোয়াড় বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যারিবিয়ানে ওডিআই ম্যাচের জন্য অর্শদীপ সিংকে নির্বাচিত না করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

চোপড়া টুইট করে বলেন, “এবং টেস্টের জন্য স্কাই-এর বিরতিহীন নির্বাচনের সাথে চুক্তি কী…এই বাছাই করা হয়… এই বাদ দেওয়া হয়। তিনি কি দীর্ঘতম ফরম্যাটের জন্য বিবেচিত হবেন নাকি? আর ওডিআইয়ের জন্য কেন আরশদীপ নেই? সে কি সুস্থ?”

১২ই জুলাই দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করতে চলেছে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে ২৭শে জুলাই থেকে।