HomeWest BengalKolkata Cityচাকরির নামে ‘প্রতারণা’! বেসরকারি নার্সিং কলেজ ভাঙচুর করলেন পড়ুয়ারা

চাকরির নামে ‘প্রতারণা’! বেসরকারি নার্সিং কলেজ ভাঙচুর করলেন পড়ুয়ারা

- Advertisement -

রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে চলছে একের পর এক প্রতারণা। এই প্রতারণার স্বীকার ছাত্র, ছাত্রীরা। এবার সেই রখম প্রতারণার ঘটনা দেখা গেল গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরের এক নার্সিং কলেজে (Nursing College)। সেখানে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ওঠে।

এর পরেই সেই বেসরকারি নার্সিং কলেজে (Nursing College) ভাঙচুর চালায় পড়ুয়ারা। সোমবার রাতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরেই সেই নার্সিং কলেজের (Nursing College) প্রধান মানিকলাল জানাকে আটক করে পুলিশ।

   

পড়ুয়াদের অভিযোগ, যে তারা কলেজকে লক্ষাধিক টাকা দিয়ে এই কলেজে ভর্তি হয়। কিন্তু দু’বছর কেটে গেলেও তাঁরা কোনও শংসাপত্র হাতে পায়নি কলেজ থেকে। এমনকি টাকা ফেরত চাইলেও দুর্ব্যবহার করে তাদের সাথে। এই ঘটনার বিচার চেয়ে এক ছাত্রী বলেন যে অনেক কষ্টে কলেজকে টাকা দিয়েছিলাম।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

এর সাথে কলেজ আমাদের থেকে আসল শংসাপত্র চায় সেগুলিও জমা করে দিই। কিন্তু পরীক্ষা শেষে কোনো শংসাপত্র পেলাম না। এমনকি আমাদের আসল শংসাপত্রগুলি জমা থাকায় অন্য কোথাও ভর্তি হতে পারলাম না। আমরা বিচার চাই।

তবে কলেজ প্রধান জানান অনেক ছাত্রী সম্পূর্ণ কোর্স না করেই কলেজ ছেড়ে দিতে চাইছেন। তাঁদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে সবাইকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। এছারাও তিনি বলেন অনেককে চেকের মাধ্যমে টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। পডুয়াদের দাবি, যত দ্রুত সম্ভব নগদে টাকা মিটিয়ে দিতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular