HomeWest BengalKolkata Cityরক্ত পরীক্ষা না করিয়ে বাংলাদেশিরা ভারতে ঢুকতে পারবেন না

রক্ত পরীক্ষা না করিয়ে বাংলাদেশিরা ভারতে ঢুকতে পারবেন না

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লক্ষাধিক। এবার মহামারি আশঙ্কা দেখা দিয়েছে।

- Advertisement -

ভিসা থাকলেও ভারতে ঢোকা যাবে না। করাতে হবে রক্ত পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করলে তবেই বাংলাদেশিরা ঢুকতে পারবেন ভারতে। পশ্চিমবঙ্গে আসতে চাওয়া প্রত্যেক বাংলাদেশি নাগরিকদের জন্য জারি হলো এই নিয়ম। এর কারন বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি চিন্তাজনক। আর কলকাতা সহ গোটা রাজ্যে ছড়াচ্ছে   ডেঙ্গু।

পশ্চিমবঙ্গে যেমন ডেঙ্গু ছডাচ্ছে তেমনই বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ স্বাস্থ্য দফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মহম্মদ রোবেদ আমিন জানিয়েছেন, ২০১৯ সালের থেকেও মারাত্মক ডেঙ্গু পরিস্থিতি  চেয়েও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।  বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লক্ষাধিক। এবার মহামারি আশঙ্কা দেখা দিয়েছে।

   

বাংলাদেশের ডেঙ্গু আক্রান্তরা পশ্চিমবঙ্গে ঢুকতে পারবেন না। তাদের সীমান্তেই আটকে দেওয়া হবে। এর জন্য কলকাতা বিমানবন্দর সহ  বাংলাদেশের সাথে সবকটি সীমান্ত চেক পোস্টে থাকছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশিদের কাছে বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে।

রাজ্যে পরপর ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে। শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। মৃত নাবালিকা কলকাতার বাসিন্দা। এরপর মঙ্গলবার সকাল থেকে ডেঙ্গুতে মৃত্যুর খবর এসেছে। অপরদিকে, ওপার বাংলায় ডেঙ্গু মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে। খুব ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। এমন অবস্থায় নতুন নিয়ম জারি হল। বাংলাদেশ থেকে যারা রাজ্যে আসবেন, তাদের ইমিগ্রেশনের সময়ই রক্ত পরীক্ষা করতে হবে।

বর্ষা শুরু হতেই পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গু। আজ মঙ্গলবার একদিনে তিন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয় বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ২৬ বছরের রিঙ্কি রায় মজুমদারের। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু নদিয়ার তাহেরপুরের বাসিন্দা ৬৬ বছরের হরিপদ মিস্ত্রির। বেলেঘাটা আই ডি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নদিয়ার রানাঘাটের বাসিন্দা উমা সরকারের মৃত্যু হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular