Tripura: ত্রিপুরায় তাসের ঘরের মতো ভাঙল মমতার দল, পদত্যাগ তৃ়ণমূল সভাপতির

নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। দলীয় সংগঠন বলতে তেমন কিছুই নেই। এই অবস্থায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতির পদ থেকে সরে গেলেন পীযুষকান্তি বিশ্বাস। তাৎপর্যপূর্ণ,…

Mamata Banerjee

নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। দলীয় সংগঠন বলতে তেমন কিছুই নেই। এই অবস্থায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতির পদ থেকে সরে গেলেন পীযুষকান্তি বিশ্বাস। তাৎপর্যপূর্ণ, এ রাজ্যে বিধানসভা ভোটে সাংগঠনিক দায়িত্বে থাকা সুস্মিতা দেবও আর ভোটের পর ত্রিপুরামুখো হননি। তাঁকে আর রাজ্যসভার টিকিট দেয়নি টিএমসি।

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস থেকে দত‍্যাগ করার পর পীযূষকান্তি বিশ্বাস তার অনুগামীদের নিয়ে কি ফের বিজেপিতে যাচ্ছেন তা নিয়ে তীব্র কৌতুহল আগরতলার রাজনীতিতে। তৃণমূলের তরফে ত্রিপুরার দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও নীরব। তিনিও তৃ়নমূল ছেড়ে বিজেপি গিয়েছিলেন। ফের তৃ়নমূলে ফিরে পশ্চিমবঙ্গে আর জায়গা পাননি। তাকে ত্রিপুরায় পাঠানো হয়েছিল। তবে সর্বশেষ বিধানসভায় দলীয় সাফল্য না আসায় রাজীবও নীরব।

ত্রিপুরায় পরপর দুটি বিধানসভা ভোটে সরকার গড়েছে বিজেপি। এ রাজ্যে আড়াই দশক বামফ্রন্ট শাসন চলেছিল টানা। ২০১৮ সালে প্রথমবার বিজেপি সরকার গড়ে। আর সর্বশেষ বিধানসভার ভোটে বামফ্রন্ট বিরোধী আসনেও নেই। এ রাজ্যে বিরোধী দল উপজাতি সংগঠন তিপ্রা মথা।

ত্রিপুরায় ২০১৮ সালের ভোটে তৎকালীন বিরোধী দল কংগ্রেস ছেড়ে সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিরোধী বিধায়করা যোগ দিয়েছিলেন তৃ়নমূলে। পরে তারাই চলে যান বিজেপিতে। এবারের ভোটের আগে সুদীপবাবুকে তৃ়নমূল টানতে পারেনি। তিনি কংগ্রেসে ফিরে যান। ভোটে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে লড়াই করলেও কোনও সাফল্য আসেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো নেতা মানিক সরকার সংসদীয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির ডা মানিক সাহার নেতৃত্বে সরকার চলছে।