HomeWest BengalKolkata Cityবিধানসভা ঘেরাও করে টেট প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বিধানসভা ঘেরাও করে টেট প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

- Advertisement -

কলকাতা ১১ সেপ্টেম্বর: কলকাতার রাস্তায় ফের দেখা গেল টেট উত্তীর্ণ (Primary TET Protest) চাকরিপ্রার্থীদের চোখের জল, হাহাকার আর ক্ষোভের ছবি। ফের বৃহস্পতিবার দুপুরে উত্তাল পরিস্থিতি হয়ে উঠল বিধানসভা চত্বর। একদিকে পুলিশের বাধা, অন্যদিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের কাতর মিনতি। এই দুইয়ের টানাপোড়েনে রাজপথ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

কেউ রাস্তায় শুয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার পুলিশের বাধা দেওয়া সত্ত্বেও বিধানসভার গেটের সামনে ধর্নায় বসে পরেছেন। আবার কেউ পুলিশের পায়ে ধরে বলছেন—“চাকরি চাই, ন্যায় চাই।”

   

২০২২ সালের টেট পরীক্ষায় হাজার হাজার প্রার্থী সফল হলেও এখনও তাঁদের নিয়োগ হয়নি। আন্দোলনকারীদের বক্তব্য, এই পরীক্ষায় কোনও রকম বেনিয়ম হয়নি। কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগ নেই। অথচ তাঁরা সফল প্রার্থী। তাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন নিয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন। এক আন্দোলনকারীর কথায়, “আমরা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছি, মেধা দিয়ে পাশ করেছি। তবু চাকরি পাচ্ছি না। সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।”

পুলিশ আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক প্রার্থী পুলিশকর্মীদের হাত-পা ধরে আবেদন জানাতে থাকেন। অনেককে দেখা যায় পুলিশের পায়ে পড়ে অনুনয় করছেন। একটা সময়য়ের পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় ফলে পর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular