HomeWest BengalKolkata CityNIA: এনআইএ আধিকারিককে দিল্লিতে তলব, কুণাল ঘোষের পোস্টে জল্পনা

NIA: এনআইএ আধিকারিককে দিল্লিতে তলব, কুণাল ঘোষের পোস্টে জল্পনা

- Advertisement -

এনআইএ আধিকারিক ধনরাম সিংহকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার দাবি করে তৃণমূল। এবার সেই আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছে এবং তাঁর জায়গায় নতুন আধিকারিককে দায়িত্ব দেওয়ার কথাও জানা গিয়েছে।

কুণাল ঘোষ মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে জানিয়েছেন যে, এসপি ধনরামকে দিল্লিতে তলব করা হয়েছে এবং তাঁর জায়গায় আইপিএস রাকেশ রোশনকে রাজ্যে পাঠানো হচ্ছে। রাজ্যে এনআইএর হাতে থাকা মামলাগুলির দায়িত্ব এখন থেকে তিনিই সামলাবেন। প্রসঙ্গত রাকেশ রোশন এর আগে পটনায় কর্মরত ছিলেন। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন এসপি ধনরামের বিরুদ্ধে যথাযথ তদন্ত হোক।

   

প্রসঙ্গত তৃণমূল দাবি করেছিল ধনরাম এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ভূপতিনগরকাণ্ডের তদন্তে যাওয়ার আগে গত ২৬ মার্চ ধনরামের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গতকাল রাতে অভিষেকের নেতৃত্বাধীন এক দল রাজভবনে গিয়ে এই বিষয়ে অভিযোগও জানিয়ে আসেন। তারপরেই কুণাল ঘোষের এই পোস্ট! তাহলে তৃণমূলের ডাকে সাড়া দিল নির্বাচন কমিশন, সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular