Prashant Kishor: প্রশান্ত কিশোরের সমীক্ষায় বাংলায় No-1 দল হতে চলেছে বিজেপি

লোকসভা নির্বাচনে বাংলায় No-1 দল হতে চলেছে বিজেপি। এমনই দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ওরফে পিকে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই…

লোকসভা নির্বাচনে বাংলায় No-1 দল হতে চলেছে বিজেপি। এমনই দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ওরফে পিকে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পিকে। ভোটকুশলীর দাবি, তৃণমূল নয়, বাংলায় এবার No-1 দল হবে বিজেপিই! বাংলায় বিজেপি ২০১৯ সালের থেকেও ভালো ফল করবে। তবে এ রাজ্যে ঠিক কতগুলি আসন পাবে বিজেপি তা নিয়ে মুখ খুলতে নারাজ প্রশান্ত। 

২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফল করেছিল বিজেপি। এ রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। তৃণমূল ২২টি আসন পেয়েছিল। আর কংগ্রেস জিতেছিল মাত্র দুটি আসনে। এবার বাংলায় বিজেপিকে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে গিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের টার্গেট বিজেপিকে শূন্যে নামিয়ে রাজ্যের ৪২টি আসনের সবকটিতে জয়লাভ করা। 

এদিকে লোকসভার ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীতে অবশ্য খুব একটা সন্তুষ্ট হতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, পিকে কত বড় ভোটকুশলী তা আমার জানা নেই। তবে তিনি রাজনীতিবিদ হিসেবে আগে নিজেকে প্রমাণ করুন। তার পরে বড় বড় কথা বলবেন। রাজনীতিবিদ হিসেবে প্রশান্ত কিশোরের এই মুহূর্তে বিজেপিকে যে বড় প্রয়োজন, সেই কারণেই তিনি ক্রমাগত এ ধরনের মন্তব্য করে চলেছেন। 

তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, তামিলনাড়ু-ওডিশার ফলাফল নিয়েও মুখ খুলেছেন পিকে। তাঁর ভবিষ্যদ্বাণী, বাংলার পড়শি রাজ্য ওডিশায় বিজেপি দাপট দেখাবে। নবীন পট্টনায়েকের বিজেডিকে কড়া টেক্কা দিতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস শাসিত তেলঙ্গানাতেও বিজেপি এক নম্বর রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে পারে বলে মন্তব্য করেছেন পিকে। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত কিশোর।

সেবার বঙ্গ বিজেপি ২০০-র বেশি আসনে জেতার টার্গেট নিয়েছিল। গেরুয়া শিবিরের একাধিক নেতা এই টার্গেট পূরণ হবে বলে দাবি করেছিলেন। সেই সময় পিকে মন্তব্য করেছিলেন, ভোটবাক্সে বিজেপি তিন অঙ্কের সংখ্যা পেরোলে তিনি ভোটকুশলীর পেশা ছেড়ে দেবেন। ইভিএম খুলতেই মিলে যায় পিকের ভবিষ্যদ্বাণী। শুভেন্দু-সুকান্তের নেতৃত্বে বিজেপিকে সেবার মাত্র ৭৭টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। এবারের লোকসভা নির্বাচন নিয়ে পিকের ভবিষ্যদ্বাণী মেলে কি না সেটাই এখন দেখার।