HomeWest BengalKolkata CitySSC Scam: চিচিং ফাঁক...অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ঢুকল ইডি, আজ রাতও সোনা-টাকায়...

SSC Scam: চিচিং ফাঁক…অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ঢুকল ইডি, আজ রাতও সোনা-টাকায় মোড়া!

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধে বেলায় যখন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দলীয় দফতর থেকে দলেরই মহাসচিব পথ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করার বার্তা দিলেন, তখনই চিচিং ফাঁক! খুলে গেল চিনার পার্কের একটি ফ্ল্যাটের দরজা। ভিতরে কী আছে? (SSC Scam)

এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি অভিযান চলছে। বুধবার রাতে যেমন কোটি কোটি টাকা, সোনা মিলেছে পার্থ-বান্ধবী অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। এবার কি চিনার পার্কে মিলবে গুপ্তধন? ইডি মনে করছে আরও নথি আরও টাকা মিলবে। তবে এটাই শেষ নয়। জেরায় অর্পিতা মুখার্জি জানিয়েছে সে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ‘লকার’।

   

চিনার পার্কের ফ্ল্যাটে অভিযানের পরই প্রশ্ন, প্রথম দু দফায় অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছে ৫০ কোটি টাকা সহ আরও বিপুল সোনা, রুপো, হীরে ও বিদেশি মুদ্রা। প্রতি অভিযানে ট্রাক ট্রাক টাকা নিয়ে যেতে হচ্ছে। এদিনও চিনার পার্কের অভিযানে সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইডি।

জেরায় জেরবার ইডি। তার কাছে মিলেছে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বিভিন্ন নেতার নাম। এরা বিভিন্ন জেলার টিএমসি নেতা। তাদের নামের তালিকা তৈরি করে পরবর্তী অভিযানের প্রস্তুতি নিয়েছে।

ইডি মনে করছে অর্পিতা নিছক বান্ধবী নয়। সে পার্থ চট্টোপাধ্যায়ের গোপন লেনদেনের সাক্ষী। যদিও জেরায় ইডির কাছে অর্পিতা বলে, টাকা রাখা হতো। কিন্তু সে ঘরে তার কোনও প্রবেশাধিকার ছিল না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular