পুলকার এবং স্কুল বাসের জন্য তৈরি হল বিশেষ নির্দেশ! রাজ্য পরিবহণ দপ্তরে অভিনব উদ্যোগ

school bus

রাজ্য সরকার আনল বিশেষ আইন। স্কুল বাস এবং পুলকারের জন্য অভিনব নির্দেশ তৈরি করল রাজ্য পরিবহণ দপ্তর। ইদানীং অধিকাংশ অভিভাবক তাঁদের ছেলেমেয়েকে পুলকারে করে স্কুলে পাঠান। সেই জন্যই স্বাভাবিক ভাবে অভিভাবকদের দুশ্চিন্তা থাকে। এবার সেই দুশ্চিন্তা নিরাময়ে আসরে নামল রাজ্য সরকার।

রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের টাকা, বড় কী নির্দেশ রাজ্যের?

   

রাজ্য সরকারের তরফে তৈরি করা হয়েছে বিশেষ সুরক্ষা বলয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখেই পরিকল্পনা রূপায়িত হয়েছে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় অভিভাবকদের জন্য রয়েছে বেশ কিছু পরামর্শ। তাতে বলা হয়েছে, বাড়তি সচেতন হতে হবে অভিভাবকদেরও। স্কুল বাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের বিস্তারিত তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।

একেবারে নতুনভাবে ধরা দেবে দিঘার সমুদ্র সৈকত! বেনজির উদ্যোগ প্রসাশনের

একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে,অভিভাবকদের উদ্দেশে পরিবহণ দফতরের জানিয়ছে মোবাইলে পরিবহণ দফতরের অ্যাপ রাখতে হবে। সেখানে ছাত্রছাত্রীদের স্কুল বাস বা পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। গাড়িটি কোথায় রয়েছে, সেই তথ্য অ্যাপ মারফত পেয়ে যাবেন তারা। এই অ্যাপটি শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছে পরিবহণ দফতরের একটি সূত্র। স্কুল বাস মালিক এবং পুলকারের মালিকদের পরিবহণ দফতরের বিধি মেনে সমস্ত সরকারি কাগজপত্র গাড়িতে রাখার নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়াও সব স্কুল বাস এবং পুলকারের রং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। বলা হয়েছে, গাড়ির হলুদ রঙের মাঝে নীল রঙের বর্ডার দিতে হবে। সঙ্গে গাড়িতে ছাত্রছাত্রীদের দেখভালের জন্য এক জন অ্যাটেনড্যান্ট রাখা বাধ্যতামূলক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন