লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল করেছেন অরূপ চক্রবর্তী। তৃণমূলের অরূপ হারিয়েছেন একদা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। সুভাষকে প্রায় ৩০০০০ হাজার ভোটে হারিয়েছেন অরূপ। আর তাঁর জয়ের এই কৃতিত্ব পুরোটাই দিয়েছেন তাঁর দলের সহকর্মীদেরকে। তবে শুধু সাধুবাদ নয়, তাঁর দলের কর্মীদের জন্য তিনি রেখেছেন বড় চমক। আগামী সোমবার তিনি সাংসদ হিসেবে শপথ নিতে দিল্লি উড়ে যাবেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে যাবেন আরও ১০০ কর্মী। রবিবার তিনি বিমানে উঠলেন সঙ্গে উঠল তাঁর ভোটের কাজে প্রানপাত করা একশো কর্মী!
উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ! জোর জল্পনা
প্রসঙ্গত ৩০ হাজারেরও বেশি ভোটে সুভাষকে হারিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী। পাঁচ বছর পর নিজেদের হারানো জমি ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেল নবনির্বাচিত সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরেও। সাংসদের দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে গত কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ছোট-বড় তৃণমূল নেতারা। চলছিল দিল্লির বিমানে টিকিট কাটার তোড়জোড়।
সাবধান! তিন টাচেই গায়েব ১৪ লাখ! গুগল সার্চ করতেই উধাও সারাজীবনের সঞ্চয়।
অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারি পার্ক থেকে শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে দিল্লি রওনা দিলেন বাঁকুড়ার নয়া নির্বাচিত সাংসদ অরূপ। তাসা-বাজনা নিয়ে দিল্লিগামী তৃণমূল কর্মীদের বিদায় জানাতে ওই বেসরকারি পার্কে হাজির ছিলেন জেলা তৃণমূলের নেতারা।
বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!
তৃণমূল সূত্রে খবর, সড়কপথে প্রথমে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, সেখান থেকে বিমানে সাংসদ-সহ শ’খানেক তৃণমূল কর্মী দিল্লি যাচ্ছেন। দিল্লি যাওয়ার আগে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ বলেন, ‘‘দলের নেতা এবং কর্মীদের প্রবল পরিশ্রমের জন্যই আমি নির্বাচনে জয়ী হয়েছি। আমাদের এই জয়ে উচ্ছ্বসিত পুরো তৃণমূল শিবির।” তবে বিরোধী শিবির এই ব্যাপারে কটাক্ষ করতে ছাড়েনি।
