অর্জুনের দেহ নিতে যেতেই পুলিশ ঘেরাও আরও উত্তেজনা কাশীপুরে

শুক্রবার সকালে বিজেপির যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ ঘিরে রাজনৈতিক পরিস্থিতি সরগরম কাশীপুরে। যদিও স্থানীয় টিএমসি বিধায়ক অতীন ঘোষ মৃত অর্জুনকে তৃণমূল সমর্থক বলে দাবি করেন।

Advertisements

অর্জুনের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ মশ্রনাতদন্তের জন্য পুলিশ ততপর হতেই এলাকা ধুন্ধুমার। সাড়ে ৫ ঘন্টা পরেও এখনও আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ বের করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

   

কিন্তু পরিত্যক্ত ঘরে প্রবেশের মুখে দাঁড়িয়ে ছিলেন বিজেপি নেতারা। পুলিশের সঙ্গে তাঁদের খন্ডযুদ্ধ শুরু হয়। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি।

শুক্রবারই কলকাতায় ফিরে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার কথা অমিত শাহের। এরপরেই মৃতদেহ উদ্ধারের জন্য তৎপর হয় পুলিশ। কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। কয়েকজন মহিলা গেটের বাইরে উপস্থিত হয়। বেশ কয়েক স্থানীয় বাসিন্দারা বাধা দিচ্ছে বলে অভিযোগ।

Advertisements

এদিন ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক অতীন ঘোষ। তিনি পুলিশকে মৃতদেহ বের করার জন্য বলেন তিনি। তাঁর দাবী, স্থানীয় ক্লাবের সক্রিয় কর্মী। নির্বাচনে তাঁদের হয়ে কাজ করেছে। এরপরেই বিজেপি এবং তৃণমূল শিবিরের সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল।