HomeWest BengalKolkata Cityশাহ রাজি, কিন্তু জয়শঙ্করের আপত্তিতেই রুশ সফর হল না ফিরহাদের

শাহ রাজি, কিন্তু জয়শঙ্করের আপত্তিতেই রুশ সফর হল না ফিরহাদের

- Advertisement -

আমন্ত্রণ পেয়েও রাশিয়া যেতে পারছেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ব্রিকস সম্মেলনে যোগ দিতে মস্কোর মেয়রের আমন্ত্রণ পেয়েছিলেন ফিরহাদ। কিন্তু বিদেশমন্ত্রকের অনুমতি না মেলায় শেষপর্যন্ত বাতিল হয়ে গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের রাশিয়া সফর। শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকেই মস্কো যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে না। চলতি মাসের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল তৃণমূল (TMC) নেতা তথা কলকাতার মেয়রের। গোটা ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই এই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। 

রবিবাসরীয় বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলে ফের উত্তাল কলকাতা

   

নিয়ম অনুযায়ী ভারতের কোনও জনপ্রতিনিধি বিদেশ যাওয়ার অনুমতি পেলে তাঁকে সবার আগে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ফিরহাদকে অনুমতি দিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানান ফিরহাদ। তারপর অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক ফিরহাদকে অনুমতি দিলে সেই আবেদন পত্র পৌঁছয় বিদেশমন্ত্রকে। কিন্তু শেষপর্যন্ত জয়শঙ্করের বিদেশমন্ত্রকই খারিজ করে ফিরহাদের আবেদন। কিন্তু কেন কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাধা দেওয়া হল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সন্দীপ এবং অভিজিৎকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর থেকে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফরের কথা থাকলেও সেই অনুমতি দেয়নি কেন্দ্র। আবার কন্যাশ্রী পুরস্কার নিতে মুখ্যমন্ত্রী নেদারল্যান্ড গিয়েছিলেন, মাদার টেরেসার স্মৃতিতে ভ্যাটিকান সিটি সফরেও যান মমতাকে বিদেশ সফরের অনুমতি দিয়েছিল কেন্দ্র।

সন্দীপ-অভিজিতের ‘বৃহত্তর-ষড়যন্ত্রে’ রয়েছে, আদালতে দাবি সিবিআইয়ের

তবে মনে করা হচ্ছে আসন্ন ব্রিকস সম্মেলনে রাশিয়াতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একই সম্মেলনে ফিরহাদের উপস্থিতি নিয়ে নিয়ে ‘অস্বস্তি’ এড়াতেই হয়তো এমনটা করেছে বিদেশমন্ত্রক।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular