CBI কি জুজু নাকি? অমিত শাহকে কটাক্ষ চন্দ্রিমার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে সিবিআই. (CBI) তদন্তের দাবি করেছেন।

Advertisements

অমিত শাহ সিবিআই তদন্ত চাইতেন কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এক বছর পর মিথ্যা কথার ঝুড়ি নিয়ে এসেছেন। কী করে বুঝলেন এটা রাজনৈতিক খুন? কাশীপুরের ঘটনা পরিকল্পিত নয় তো? উনি কি কোনও রাজনৈতিক জ্যোতিষী?

   

চন্দ্রিমা আর বলেন, বাংলার মতো শান্তিপ্রিয় জায়গা কোথাও আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভাবে শান্তিরক্ষা হয়, তা কলুষিত করার চেষ্টা চলছে। শুধুমাত্র কাশীপুর কেন, কোনও হিংসার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য জঘন্য প্রচেষ্টা চলছে। আমাদের কোর্টে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই। সিবিআই কি জুজু নাকি? বিচার ব্যবস্থা উপর আস্থা আছে। প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী লড়েছেন।

Advertisements

এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর অমিত শাহ বলেন, রাজনৈতিক কারণে জঘন্য হত্যা করা হয়েছে অর্জুন চৌরাসিয়ার। তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হয়েছে। ঠিক তার পরের দিনই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। আমি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছি। মৃতের পরিবারের ওপর হামলা করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।

অমিত শাহ আরও বলেন, রাজনৈতিক প্রতিহংসার কারণে হত্যা, বিরোধী দলের নেতাদের খুঁজে খুঁজে হত্যার ঘটনা আমাদের সামনে একাধিক সামনে এসেছে। বিজেপি অর্জুন চৌরাসিয়ার হত্যা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। দোষীরা যাতে কড়া শাস্তি পায় তার জন্য আমরা আদালতের দ্বারস্থ হব। গোটা বাংলার বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে কমিউনিস্টদের শাসনকালে এটা চলত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আরও বেশি হচ্ছে।