ভুয়ো ঋণ অ্যাপ সংস্থায় নিজের নগ্ন দেখে আত্মঘাতী যুবক

গোটা দেশেই বাড়ছে সাইবার প্রতারণা চক্র। এবার সাইবার জালিয়াতের খপ্পরে পড়ে প্রাণ গেল মুম্বইয়ের এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম সন্দীপ কোরেগাঁওকর। জানা গিয়েছে, সম্প্রতি…

গোটা দেশেই বাড়ছে সাইবার প্রতারণা চক্র। এবার সাইবার জালিয়াতের খপ্পরে পড়ে প্রাণ গেল মুম্বইয়ের এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম সন্দীপ কোরেগাঁওকর।

জানা গিয়েছে, সম্প্রতি একটি লোন অ্যাপ সংস্থা হঠাৎ করেই সন্দীপকে তার নেওয়া ও ঋণ পরিশোধ করতে অনুরোধ করে। কিন্তু সন্দীপ সময়মতো সেই ঋণ পরিশোধ না করায় তার বিকৃত করা নগ্নছবি বন্ধু, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের মোবাইলে পাঠিয়ে দেয় ওই অ্যাপের এজেন্ট।

অভিযোগ সন্দীপকে রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছিল। এই অপমান ও অসম্মান সহ্য করতে পারেননি সন্দীপ। বেশ কয়েকদিন ধরেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। শেষ পর্যন্ত তরুণ সন্দীপ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

সন্দীপের ভাই দত্তগুরু জানিয়েছেন, তাঁর দাদা আন্ধেরিতে একটি লিফট সংস্থার সেলসম্যান হিসেবে চাকরি করতো। ওই ঋণ সংস্থা থেকে সে কোনও ঋণ নেয়নি। কিন্তু তার পরেও তাকে বারবার বিরক্ত করা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে ওই লোন অ্যাপ সংস্থা থেকে তার দাদার ছবি বিকৃত করে তার সহকর্মী ও আত্মীয়দের মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়। ওই লোন অ্যাপ সংস্থার বিরুদ্ধে ২৭ এপ্রিল পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল সন্দীপ। তখন যদি পুলিশ যথাযথ ব্যবস্থা নিত তাহলে এভাবে দাদাকে প্রাণ হারাতে হত না বলে জানিয়েছেন দত্তগুরু।

এ ধরনের ভুয়ো লোন অ্যাপ সংস্থা ক্রমশ বাড়ছে বলে মেনে নিয়েছেন মুম্বই পুলিশ কমিশনার। তিনি জানিয়েছেন, শুধু লোন অ্যাপ নয়, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপেও ফাঁদ পাতছে জালিয়াতরা। সম্প্রতি এক যুবককে ফেসবুকে ভিডিও কল করে দুই মহিলা। ওই দুই মহিলা সেই যুবকের ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবকের কাছ থেকে প্রায় দু লাখ টাকা হাতিয়ে নেয়।