দেবের পথেই মিমি? সংসদের একাধিক পদ থেকে ইস্তফা

Mimi Chakraborty

কলকাতা: দেবের পর মিমি৷ সংসদের একাধিক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী মিমি৷ প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি তবে দেবের হাঁটা পথে হাঁটবেন তিনি? ইতিমধ্যে সোমবার তিনি জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ এরপর মঙ্গলবার সংসদের একাধিক গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন যাদবপুরের সাংসদ৷

সূত্রের খবর, সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য ছিলেন মিমি৷ কিন্তু দুটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ইতিমধ্যে লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী৷

   

লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মিমির এই ইস্তফা দেওয়ার বহরে স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে জল্পনার উদ্রেক হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন মিমি? গত সপ্তাহে ঘাটালে তিন পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব৷ এরপরই মিমির এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তিনিও কি সেই পথে হাঁটছেন৷

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন