HomeWest BengalKolkata Cityবাঙালিদের হেনস্তার প্রতিবাদে রাজপথে মমতা, ১৬ জুলাই মিছিলের ডাক জেলায় জেলায়

বাঙালিদের হেনস্তার প্রতিবাদে রাজপথে মমতা, ১৬ জুলাই মিছিলের ডাক জেলায় জেলায়

- Advertisement -

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা বলে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেলা ১ টা থেকে শুরু হবে এই মিছিলটি। পাশাপাশি একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানান তিনি।

অভিযোগ উঠছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালীদের হেনস্থা করা হচ্ছে। বাংলা বললেই নাকি তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগও। এনিয়ে কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়টি জানালেন।

   

সাংবাদিক বৈঠকেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলের কথা ঘোষনা করেন। আগামী ১৬ জুলাই ১ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে। একইদিনে দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত প্রতিটি জেলায় মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular