মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) দেখতে একে একে নেতা-মন্ত্রীরা পৌঁছাচ্ছেন এসএসকেএমে। মমতা হাসপাতালে প্রবেশের পর সেখানে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবশিস কুমার।
Advertisements
এসএসকেএম-এ এমআরআই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছে তিন সদস্যের চিকিৎসক দল। রয়েছেন, ড. রাজেশ প্রামাণিক (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ), ড. অলক পণ্ডিত (স্নায়ুরোগ বিশেষজ্ঞ), ড. অর্চনা সিংহ (রেডিওলজি বিশেষজ্ঞ)।
Advertisements
জানা যাচ্ছে, উডবার্ন ওয়ার্ডের এক তলায় হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে এমআরআই করাতে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাজভবন থেকে পাঠানো হয়েছে ফুল। রাজ্যপাল ফোন করে খবর নেওয়ার পরই রাজভবনের তরফে দুজন আধিকারিক ফুল নিয়ে যান এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।


