Exam result:মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি

NMMS Result west bengal

মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে মিলল এমনই ইঙ্গিত। শুধু তাই নয়, ১২ মে-র আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে বলে ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যদিও সরকারিভাবে এখনও কোনও তারিখ ঘোষণা করা হয়নি। তাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।’

Advertisements

চলতি বছরের ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখ। পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গেই ৯০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, ১২ মে শেষ হচ্ছে সেই ৯০ দিন। পর্ষদ সূত্রে খবর, তার আগেই এবার প্রকাশ করা হবে রেজাল্ট।

   

এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ১০ লাখের কিছু বেশি পরীক্ষার্থী। সূত্রের খবর, যে সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সেই সপ্তাহেই জানা যাবে উচ্চ মাধ্য়মিকের রেজাল্ট। দু’টি ক্ষেত্রেই অনলাইনে ফল দেখতে পারবেন ছাত্র-ছাত্রীরা।অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে, হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। কারণ, রেজাল্ট দেখার সময় রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে পরীক্ষার্থীকে। নিয়ম অনুযায়ী প্রথমে পর্ষদের ওয়েবসাইটে করতে হবে লগ ইন।

Advertisements

ওয়েবসাইটের হোম পেজে মিলবে রেজাল্টের লিঙ্ক। তাতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ দিলে দেখা যাবে রেজাল্ট।রেজাল্ট দেখার জন্য যে দু’টি ওয়েবসাইট চালু থাকে সেগুলি হল, wbbse.wb.gov.in ও wbresults.nic.in। যা রেজাল্টের দিন এবার পর্ষদ চালু রাখবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।