Madhyamik: সহজ মাধ্যমিকে ফেল ১ লক্ষের বেশি, পাহাড়ি জেলায় পাশের হারে চমক

পূর্ব বর্ধমান থেকে প্রথম স্থানাধিকারী। কালিম্পং জেলায় পাশের হারে চমক।

লক্ষাধিক ফেল করল মাধ্যমিকে (Madhyamik)। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মাধ্যমিক এখন সহজতর পরীক্ষা। যারা ফেল করেছে তাদের অকৃতকার্য হওয়ার কারণ খতিয়ে দেখা দরকার।

এ বছরের মাধ্যমিকে ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।

   

পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ।আগেরবারের থেকে কমল‌০.৪৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী।

জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। ৯৬.৮১ শতাংশ পূর্ব মেদিনীপুর। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ।

প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে শুভম পাল। প্রথম দশে নেই কলকাতা । টেকনিকাল কারণে ২ জনের রেজাল্ট আটকে রাখা হয়েছে। ২০ জনের পরীক্ষা বাতিল।

এ বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ হয়।পরীক্ষার ৭৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন পড়ুয়া। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন