সপরিবারে কলকাতায় এলেন মাধুরী

madhuri dixit

কয়েকদিন আগেই আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) কলকাতায় এসেছিলেন মালাইকা অরোরা (Malaika Arora)। এরপর সোমবার কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এবং তার স্বামী শ্রীরাম নেনে (Sriram Nene)।

মন খারাপ মিষ্টিপ্রেমীদের, বন্ধের পথে পুরনো কলকাতার ঐতিহ্যশালী এই মিষ্টির দোকান

   

অনেকবারই কলকাতা যে তার প্রিয় শহর তা প্রকাশ করেছেন মাধুরী (Madhuri Dixit)। অনেকদিন পর কলকাতায় পাড়ি দিলেন তিনি। এ দিন মাধুরী পরেছিলেন সাদা রঙের জামা, এবং সাদা রঙের ট্রাউজার । এদের সঙ্গে মিলিয়ে তিনি পরেন লাল রঙের কোট ও হাতে নিয়েছিলেন লাল রঙের ব্যাগ। খোলা চুল এবং চোখে সানগ্লাস পরে চিত্রসাংবাদিকদের ধরা দিলেন অভিনেত্রী । তার স্বামীর (Sriram Nene) পরনে ছিল সাদা রঙের জামা, সাদা রঙের ট্রাউজার। অভিনেত্রীর স্বামী পেশায় একজন চিকিৎসক।

বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!

এদিন সংবাদমাধ্যম কে দেখে তার চিরাচরিত হাসি দিয়ে পোজ দেন অভিনেত্রী। প্রকাশ করেন তার শহরের প্রতি ভালোবাসাও । এরপরই উঠে পড়েন গাড়িতে। বিমানবন্দর থেকে তার গন্তব্যস্থল প্রকাশ করেননি অভিনেত্রী তবে শোনা যাচ্ছে যে মালাইকার মতোই একটি নামী ব্র্যান্ডের প্রচারে শহরে এসেছেন মাধুরী।

সম্প্রতি, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ এর শুটিং শেষ করেছেন মাধুরী। এছাড়াও তার হাতে রয়েছে কিছু ওয়েব সিরিজ ও সিনেমার কাজ। একটি রিয়ালিটি শাওয়ার বিচারকের আসনেও দেখা যায় তাকে। ১৯৯৯ সালে শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। তাদের দুটি সন্তান ও রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন