বিগত ৭ মাস ধরে চলছে অনন্ত (Anant) ও রাধিকার (Radhika Merchant) বিয়ের (Wedding) অনুষ্ঠান পর্ব । ১২ জুলাই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা । এই খুশির দিনে তাঁদের সঙ্গে বলিউডের অনেক তারকাই (bollystars উপস্থিত ছিলেন । শুধু বলিউড না হলিউডেরও অনেক তারকা শামিল হয়েছিলেন তাঁদের এই খুশির দিনে ।
বলিউডের বিখ্যাত ডান্সর, এক্সপ্রেশন-কুইন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এবং তাঁর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) জমিয়ে নাচতে দেখা গেল । ধক-ধক-গার্ল মাধুরী দীক্ষিত তাঁর বিখ্যাত গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ তে নাচতে দেখে তাঁর ফ্যানেরা তাঁর সেই নাচ দেখে মুগ্ধ হয়েছেন । সোশ্যাল মিডিয়াতে মাধুরীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে । মাধুরীর অনুরাগীরা সেই ভিডিওতে মন্তব্যও করেছেন।
বলিউডের ধক ধক গার্ল নামেই পরিচিত মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) । তিনি যখন অনন্ত-রাধিকার বিয়েতে নাচেমত্ত ছিলেন তখন তাঁর স্বামী শ্রীরাম নেনে (Shriram Nene) তাঁর দিক থেকে নজর ফেরাতে পারছিলেন না । তাঁর নাচ সবার নজর কেড়েছে। নাচের সময় মাধুরীর অভিব্যক্তি খুব সুন্দর লাগে , এবং সেই ভিডিও যখন তাঁর ফ্যানেদের কাছে পৌছায় তাঁরা নিজেদের আটকাতে না পেরে তাঁদের প্রশংসা করেন। একজন অনুরাগী লিখেছেন, ‘এখনও খুবই সুন্দর লাগছে মাধুরীকে ‘ , অন্য একজন মন্তব্য করেছেন, ‘ আমাদের আইকনিক ডান্স কুইন’, আরেক অনুরাগী লিখেছেন, ‘এমনি এমনি মাধুরীকে এক্সপ্রেশন কুইন বলা হয়না।’
১৬ দিনে ১০০০ কোটি পার, থামছেই না ‘কল্কি’ ঝড় !
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ছাড়া প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra) বিয়েতে নেচেছিলেন। প্রিয়াঙ্কার (Priyanka Chopra) সঙ্গে তাঁর স্বামী নিক জোনাসকেও (Nick Jonas) তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে । ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার ফ্যানেরা যখন ভিডিওটা (সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাঁরা খুবই উচ্চ প্রকাশ করেছেন।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ছাড়াও আরও অন্যান্য বিখ্যাত তারকাদের অনন্ত-রাধিকার বিয়েতে নাচতে দেখা গেছে ।