Madan Mitra: আচমকা বুকে ব্যাথা, হাসপাতালে ভর্তি মদন মিত্র

Madan Mitra

অসুস্থ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী (Madan Mitra) মদন মিত্র। তিনি চিকিৎসাধীন SSKM হাসপাতালে। জানা গেছে সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছিলেন মদন। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন। রাতে ফিরে সকালেই বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। শীতকালীন অধিবেশনে যোগ দেন মদন মিত্র। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় মদন মিত্রকে কাশতেও দেখা গেছে। ঠান্ডা লেগেছে বলে জানান তিনি। বিধানসভা থেকে বাড়ি ফিরে আসেন।

   

সূত্রের খবর, বাড়িতে কাশি ক্রমশ বাড়তে থাকে। সেইসঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা মদনকে পরীক্ষা করে জানান তার বুকে সর্দি জমেছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, বিপদের কোনও আশঙ্কা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার শারীরিক কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। কবে ছাড়া পাবেন তৃণমূল বিধায়ক, সে বিয়ের কিছু জানায়নি চিকিৎসকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন