HomeWest BengalKolkata CityBengal Recruitment Corruption: শান্তনু-ঘনিষ্ঠ প্রমোটার অয়নের বাড়িতে উদ্ধার বিপুল নথি

Bengal Recruitment Corruption: শান্তনু-ঘনিষ্ঠ প্রমোটার অয়নের বাড়িতে উদ্ধার বিপুল নথি

- Advertisement -

নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Corruption) তদন্তে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার তার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। শান্তনুর ঘনিষ্ঠ প্রমোটার অয়নের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিয়োগ দুর্নীতির তথ্য।

অয়নের তৈরি করা একটি আবাসনে ফ্ল্যাট রয়েছে শান্তনুর। প্রোমোটার অয়নের মা, বাবাকেও জেরা করে ইডি। বাড়িতেও তল্লাশি চালানো হয়। একাধিক ফাইল উদ্ধার করেছে ইডি। সেই নথিগুলি অয়নের বাবাকে দিয়ে সই করানো হয়েছে।

   

ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের অফিসটি ভাড়া নিয়েছিলেন অয়ন। বছর তিনেক আগে সল্টলেকের বাড়িটি ভাড়া নেন অয়ন। বাড়ির মালিকের দাবি, ভাড়া নেওয়ার সময় নিজেকে সিনেমার প্রোডাকশন হাউজের কাজ করেন বলে দাবি করেন অয়ন। একাধিক তথ্য শান্তনু ঘনিষ্ঠ আয়নের অফিস ও বাড়িত থেকে উদ্ধার করেছে ইডি, যা তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular