Kunal vs Abhijit: দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

এখন সকলের মুখে একটাই বিষয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হ্যাঁ প্রাক্তনই বটে, কারণ সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ইস্তফা দিয়ে দিয়েছেন। পাঁচ মাস আগেই অবসরগ্রহণ করে ফেললেন তিনি। কালো কোট, অর্ডার, অর্ডার বলা ছেড়ে এখন তিনি রাজনীতিটাকেই বেছে নিয়েছেন। নিজেই সেই কথা স্বীকার করেছেন। তবে তার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নতুন করে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ এক টুইট বার্তায় গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র (Kunal vs Abhijit) জানান, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন? মনে রাখুন, ১) শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI। তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন? ২) শুভেন্দু বলেছিল নারদা কেসটি ‘প্রমাণিত’ সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার ভাষা। আপনি এসবে নেমে পড়লেন? সবটা আরেকবার ভেবে দেখুন।’ 

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন