Mumbai City FC: এফসি গোয়ার এই তারকা ফুটবলারের দিকে নজর মুম্বইয়ের

শেষ আইএসএল মরশুমের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ডেস বাকিংহামের পরিবর্তে পেট্রো ক্রাটকির হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া…

Mumbai City FC Eyes Star Midfielder Brandon Fernandes

শেষ আইএসএল মরশুমের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ডেস বাকিংহামের পরিবর্তে পেট্রো ক্রাটকির হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা বদল আসেনি দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। প্রথমদিকে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে ম্যাচ যত এগিয়েছে ততই নিজেদের পুরোনো ছন্দে ফিরেছে দল।

বর্তমানে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আকাশ মিশ্রাদের এই ফুটবল ক্লাব। বলতে গেলে গতবারের মতো এবারও টুর্নামেন্টের লিগলিল্ড জয়ের হাতছানি রয়েছে তাদের সামনে। তবে কাজটা যে মোটেও সহজ হবে না তা ভালোমতোই জানেন সকলে। একদিকে যেমন শীর্ষস্থানে রয়েছে ওডিশা এফসি অন্যদিকে ঠিক তেমন ভাবেই মুম্বাইয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান সুপারজায়ান্টস। এসবের মাঝেই নয়া ফুটবলারের দিকে নজর মুম্বাইয়ের এই ক্লাবের।

হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়ায় দিকে নজর গিয়েছে। তাদের। বলাবাহুল্য, নতুন মরশুমে মানালো মার্কেজের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নয়া ছন্দে ধরা দিয়েছে এই ফুটবল ক্লাব। তার মধ্যেই এবার তাদের অন্যতম দাপুটে ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসের দিকে নজর পড়েছে পেট্রো ক্র্যাটকির ফুটবল দলের।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মে পর্যন্ত এফসি গোয়া দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ভারতীয় দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এবার তাকেই নাকি দলে টানার কথা ভাবছে ম্যানেজমেন্ট। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে প্রায় অনেকটাই দূর। সব ঠিকঠাক থাকলে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে দল বদল করতে দেখা যেতে পারে বছর ঊনত্রিশের এই ফুটবলারকে।

তবে তার আগে এবারের আইএসএলে নিজেদের দাপট ধরে রাখতে মরিয়া দুই ফুটবল ক্লাব। বর্তমানে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে দুই ফুটবল ক্লাব। মুম্বাই সিটি এফসি একবার খেতাব জয়ের স্বাদ পেলেও ট্রফি এখনো অধরা থেকে গিয়েছে এফসি গোয়ার। এবার নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ট্রফি নিশ্চিত করাই এখন একমাত্র লক্ষ্য এফসি গোয়ার।