HomeWest BengalKolkata Cityবেহালা দুর্ঘটনার জের! কলকাতার স্কুলগুলির সামনে নজরদারিতে পুলিশ

বেহালা দুর্ঘটনার জের! কলকাতার স্কুলগুলির সামনে নজরদারিতে পুলিশ

- Advertisement -

বেহালায় সৌরনীলের মৃত্যু সকলকে নাড়িয়ে দিয়েছে। খুদে পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। এই ঘটনা আঙুল তুলেছে কলকাতা শিহরের রাস্তার নিরাপত্তার দিকে। ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে পুলিশ। সোমবার কলকাতার নগরপাল বিনীত গোয়েল ভারী পণ্যবাহীন গাড়ি চলাচল নিয়ে নির্দেশিকা জারি করেছেন। দুর্ঘটনার পর থেকেই ট্রাফিক পুলিশের তরফে বেশ কয়েকটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে স্কুলের সময় ট্রাফিক গার্ডের তরফে থেকে সংশ্লিষ্ট স্কুলের সামনে নজরদারি থাকবে পুলিশের। স্কুলের শুরু ও শেষের সময় গাড়ি গতি নিয়ন্ত্রণের দিকে নজর বাড়ানো হবে। এছাড়া স্কুলের সামনে অবস্থিত সিসি ক্যামেরা ঠিক রয়েছে কি না দেখতে হবে। ঠিক না থাকলে তা আবার বসাতে হবে।

   

সোমবার যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। ভোর ৬ ’টা থেকে রাত ১০ টা অবধি ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্দর এলাকার ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular