আই লীগের ক্লাবে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে জোড়া গোল করা ফরোয়ার্ড

ভারতীয় ফুটবল মানচিত্রে যুক্ত হলেন আরও এক নতুন বিদেশি ফুটবলার। অ্যাথলেটিকো বিলবাওয়ের (Athletic Bilbao) বিরুদ্ধে জোড়া গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিশ্চিত করেছে আই লীগের ক্লাব।

william alves de oliveira

ভারতীয় ফুটবল মানচিত্রে যুক্ত হলেন আরও এক নতুন বিদেশি ফুটবলার। অ্যাথলেটিকো বিলবাওয়ের (Athletic Bilbao) বিরুদ্ধে জোড়া গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিশ্চিত করেছে আই লীগের ক্লাব। মঙ্গলবার সকালে নতুন বিদেশি দলে নেওয়ায় কথা জানিয়েছে শ্রীনিডি ডেকান ফুটবল ক্লাব।

নতুন মরসুমের আগে প্রথম বিদেশি ফুটবলারকে দলে নেওয়ায় কথা ঘোষণা করেছে শ্রীনিডি ডেকান ফুটবল ক্লাব। এদিন সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যম William Alves de Oliveira কে দলে নেওয়ার কথা জানিয়েছে আই লীগের ক্লাব। ৩১ বছর বয়সী ব্রাজিলের এই ফুটবলারের ফুটবল কেরিয়ার বেশ উল্লেখযোগ্য।

   

উইলিয়ামকে শ্রীনিডি ডেকান দলে নিতে পারে বলে আগেই অনেকে অনুমান করেছিলেন। সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। স্পেনের নাম করা ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে একাধিক গোল করেছেন তিনি। ইউরোপে লীগের প্লে অফের ম্যাচেও খেলেছেন উইলিয়াম। নিজের দেশ ছাড়াও বিশ্বের একাধিক প্রান্তে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সৌদি, পর্তুগিজ, স্লোভাকিয়ান, টার্কিশ ক্লাবে খেলেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

William Alves de Oliveira সম্প্রতি খেলেছেন ব্রাজিলের শতাব্দী প্রাচীন ক্লাব Coritiba Foot Ball Club- এ। বোটাফোগার প্রাক্তন এই ফুটবলার অবশ্য অনেক আগেই পেরিয়ে এসেছেন নিজের সেরা সময়। বিগত কয়েক মরসুমে একাধিক ক্লাবে খেললেও একজন ফরোয়ার্ড হিসেবে পাননি উল্লেখযোগ্য সংখ্যক গোল। তবুও ৬ ফুট উচ্চতার ফুটবলারের পা থেকে সাম্বার ঝলক দেখতে পাওয়ার ব্যাপারে আশাবাদী শ্রীনিডি ডেকান ফুটবল ক্লাব।