HomeWest BengalKolkata CityKolkata Police: উৎসবের সময় রক্তের যোগান দিল কলকাতা পুলিশ

Kolkata Police: উৎসবের সময় রক্তের যোগান দিল কলকাতা পুলিশ

- Advertisement -

রক্তের প্রয়োজন মেটাতে ফের উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এই বিশেষ শিবিরটির নাম রাখা হয়েছিল ‘উৎসর্গ’। শনিবার কাশীপুর থানায় রক্তদান শিবিরের আয়োজন করে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং।

জানা গিয়েছে, এদিন মোট ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান কেন্দ্র পরিদর্শনে যান যুগ্ম নগরপাল (অ্যাডমিনিস্ট্রেশন) শ্রী অশেষ বিশ্বাস, আইপিএস ও ডেপুটি কমিশনার অফ পুলিশ (নর্থ ডিভিশন ) শ্রী তরুণ হালদার, আইপিএস। তাঁরা সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। পুলিশের দাবি, ‘রক্তের চাহিদা মেটাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular