HomeWest BengalKolkata CityKolkata Police: কলকাতার থানায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

Kolkata Police: কলকাতার থানায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

- Advertisement -

উৎসব ও বিশ্বকাপ ম্যাচের আবহে কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে পিটিয়ে এক বিজেপি কর্মীকে খুনের  চাঞ্চল্যকর অভিযোগ। আমহার্স্ট স্ট্রিট থানায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।

জানা যাচ্ছে মোবাইল চুরির অভিযোগে তদন্তে নেমে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ অশোক সাউ নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযোগ, অশোককে থানায় প্রবল মারধর করা হয়। থানাতেই তার মৃত্যু হয়। এর জেরে আমহার্স্ট স্ট্রিট থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। মৃতের পরিচিতরা অভিযোগ করছেন, অশোক সাউকে থানার মধ্যে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় জড়িত কলকাতা পুলিশ। অশোক সাউ বিজেপির কর্মী বলে জানা গেছে।

   

মৃত অশোকের আত্মীয়রা জানান, লালবাজার সাইবার ক্রাইম সেল থেকে ফোন করা হয়েছিল। অশোককে বলা হয়েছিল যে মোবাইল ফোন ব্যবহার করছে সেটি অন্য কোনও একজনের। এ ব্যাপারে অশোককে আমহার্স্ট স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। লালবাজার থেকে ফোন পেয়ে নির্দেশ মতো অশোক আমহার্স্ট স্ট্রিট থানায় যায়। কিছু পরে আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ফোন করে আত্মীয়দের বলা হয় অশোক মৃত। অভিযোগ, অশোককে থানায় ডেকে তদন্তের নানে পিটিয়ে খুন করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছে আমহার্স্ট স্ট্রিট থানা। পুলিশের দাবি, থানায় আসার পর অসুস্থ হয়ে পড়েন অশোক সাউ। তাকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই চিকিৎসকরা অশোককে মৃত বলে ঘোষণা করেন। স্ট্রোকের কারণে মারা যান অশোক সাউ। তবে পুলিশের দাবি মানতে নারাজ মৃতের আত্মীয়রা। তারা বলছেন থানায় ডেকে পিটিয়ে খুন করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular